শারজাহে ইতিহাস গড়লো বাংলাদেশ, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিন বছর আগের হারের স্মৃতি এবার ম্লান করে দিলো বাংলাদেশ। শারজাহর একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন টাইগাররা।
সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ, তবে লক্ষ্য ছিল রশিদ খানবিহীন আফগান শিবিরকে হোয়াইটওয়াশ করা—আর সেই লক্ষ্যে সফলভাবেই পৌঁছেছে দলটি।
রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারায় বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার সাইফ হাসান। মাত্র ৩৮ বলে সাতটি ছক্কা ও দুটি চারে সাজানো ৬৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরু থেকেই চাপে পড়ে। পাওয়ারপ্লেতেই তারা হারায় কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট। বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। শেষদিকে দারবিশ রাসুলি (৩২) ও মুজিব উর রহমান (২২*) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৩/৯।
জবাবে বাংলাদেশও শুরুতেই হারায় ওপেনার পারভেজ হোসেন ইমনকে (১৪)। তবে দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান (৩৩) ও সাইফ হাসানের ৫৫ রানের জুটি ভিত গড়ে দেয় জয়ী দলের। শেষদিকে কিছুটা চাপ তৈরি হলেও নুরুল হাসান সোহান (১০*) ছিলেন শান্ত ও দৃঢ়। শেষ পর্যন্ত ১৮তম ওভারে আহমদজাইয়ের বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন সোহান।
এই জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। সিরিজজুড়েই বাংলাদেশ প্রথমে বোলিং করে পরে লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে—যা দলের আত্মবিশ্বাস ও ধারাবাহিকতার প্রমাণ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ১৪৩/৯ (২০ ওভার)।
দারবিশ রাসুলি ৩২, সেদিকুল্লাহ অটল ২৮।
সাইফউদ্দিন ৩-১৫।
বাংলাদেশ: ১৪৪/৪ (১৮ ওভার)।
সাইফ হাসান ৬৪*, তানজিদ হাসান ৩৩।
মুজিব উর রহমান ২-২৬ ।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সাইফ হাসান।
১১০ বার পড়া হয়েছে