হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিনের পর এবার শাওনের পোস্ট

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদকে ঘিরে আবারও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার প্রথম স্ত্রী গুলতেকিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেন।
সেখানে হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথাও উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এরই মধ্যে প্রয়াত লেখকের আরেক স্ত্রী মেহের আফরোজ শাওনও নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বই ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’ থেকে একটি অংশ তুলে ধরেন। ক্যানসারের চিকিৎসার সময় নিউইয়র্কে অবস্থানকালে এই বইটি লেখেন হুমায়ূন আহমেদ।
শাওনের ফেসবুক পোস্টে উঠে এসেছে কীভাবে হুমায়ূন আহমেদের অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপাত্মক মন্তব্য ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তিনি জানান, এক ব্যক্তি ফেসবুকে লিখেছিলেন, “তোমার স্বামীকে ক্যানসার দিয়ে আল্লাহ তোমাকে শিক্ষা দিলেন”। এ ধরনের কটূক্তি হুমায়ূন-শাওনের কন্যা লীলাবতীর মৃত্যুর সময়ও করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তবে এসব আঘাতের মুহূর্তে স্বামী হুমায়ূন আহমেদ শাওনকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, “পৃথিবীতে মানসিকভাবে অসুস্থ অনেক মানুষ আছে। তাদের নিয়ে চিন্তার কিছু নেই, সুস্থ মানুষের ভালোবাসাই আসল।”
এছাড়া বইটিতে হুমায়ূন আহমেদ তার ব্যক্তিগত জীবনের আরেকটি অভিজ্ঞতাও বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, কিভাবে এক বিকৃত মানসিকতার যুবক তার সঙ্গে দেখা করে সরাসরি বলেছিল, “আপনার লেখা আমার জঘন্য লাগে” এবং “আমি চাই আপনি শিগগিরই মারা যান”। উত্তরে হুমায়ূন আহমেদ শান্তভাবে বলেছিলেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি আপনার জীবন দীর্ঘ ও অর্থবহ হোক।”
মেহের আফরোজ শাওনের পোস্টটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই হুমায়ূন আহমেদের সহনশীলতা ও ইতিবাচক মানসিকতার প্রশংসা করছেন।
১১৬ বার পড়া হয়েছে