সর্বশেষ

খেলা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয় ছাড়া বিকল্প ছিল না ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সামনে। কিন্তু জয় তো দূরের কথা, স্পেনের বিপক্ষে একটি গোলও পায়নি তারা।

উল্টো হজম করতে হয়েছে একটি গোল—ফলে শেষ হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ মিশন।

গতকাল (শনিবার) চিলির সান্তিয়াগোয় গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। এটি তাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে ফল।

চিলির ন্যাশিওনাল জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এই ম্যাচ ছিল দুই দলের জন্যই ‘ডু অর ডাই’। ব্রাজিল এর আগে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর কাছে হেরে এক পয়েন্ট নিয়ে নেমেছিল স্পেনের বিপক্ষে। স্পেনেরও অবস্থা ছিল সঙ্কটজনক। এমন পরিস্থিতিতে দুটি দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল।

তবে সুযোগ কাজে লাগাতে পেরেছে কেবল স্পেন। ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর গোলেই জয় নিশ্চিত করে তারা। যদিও ছয় গ্রুপের সেরা চার তৃতীয় দলের একটি হতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে স্পেনের, এখন সেই দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের।

ব্রাজিল এবার গ্রুপে এক ড্র, দুই হারে মাত্র এক পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে। ২০০৭ সালে দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর এবারই প্রথম এতটা হতাশাজনক পারফরম্যান্স দলটির।

অন্যদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল নিজেদের কাজটা শেষ করেছে দারুণভাবে। ‘ডি’ গ্রুপে কিউবা ও অস্ট্রেলিয়ার পর ইতালিকেও হারিয়েছে দলটি। গত রাতে ৭৪ মিনিটে দিলান গোরোসিতোর একমাত্র গোলে ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে তারা।

বিশ্বকাপে সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৭ সালে। এবার তারা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে শিরোপা পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী।

এদিকে শেষ ষোলো নিশ্চিত করেছে আরও কয়েকটি দল—‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি, ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে, এবং ‘সি’ গ্রুপ থেকে মরক্কো ও মেক্সিকো।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন