সর্বশেষ

খেলা

ভারত সফরে অসুস্থ অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার, হাসপাতালে ভর্তি ১ 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থায় ছিলেন ডানহাতি পেসার হেনরি থরন্টন, যাকে কানপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাকি তিন ক্রিকেটার নিয়মিত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হোটেলে ফিরেছেন।

ইন্ডিয়া টুডে এবং হিন্দুস্তান টাইমস-এর বরাতে জানা গেছে, অসুস্থ চারজনের মধ্যে রয়েছেন দলের অধিনায়ক জ্যাক এডওয়ার্ডসও। প্রথমে সকলকে হাসপাতালে নেওয়া হলেও পরীক্ষা-নিরীক্ষার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর অবস্থায় থরন্টনকে দুই দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, যদিও মাঠে ফেরার সময় এখনও নিশ্চিত নয়।

সন্দেহ করা হচ্ছে, হোটেলের খাবার থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। যদিও হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় খাদ্য অধিদপ্তর এ দাবি অস্বীকার করেছে। রান্নাঘরের নমুনা পরীক্ষায় কোনো ধরনের দূষণ বা অনিয়ম ধরা পড়েনি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের কারণেই এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে।

বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেন, “হোটেলটি কানপুরের অন্যতম সেরা হোটেল। যদি খাবারে সমস্যা থাকত, তাহলে পুরো দল আক্রান্ত হতো। বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে।”

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ম্যানেজমেন্ট খেলোয়াড়দের খাদ্যতালিকা পরিবর্তন করেছে। এতে অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটলেও কর্মকর্তারা খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষাকেই গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় খাবার ও পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

উল্লেখ্য, ভারত ‘এ’ দলের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ‘এ’। এখন পর্যন্ত সিরিজে দুই দলই ১-১ সমতায় রয়েছে। আজ সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয় পায় ভারত ‘এ’ দল।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন