সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতা-কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:

১. মোঃ এনামুল কবীর ইমন (৫১) - সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য
২. এমদাদুল হক (৫৫) - ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক
৩. মোঃ মোশাররফ হোসেন (৩৮) - বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি
৪. কাজী মিরাজ হোসেন মনি (৩০) - ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
৫. বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২) - সাম্প্রতিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী
৬. মোঃ শাহানুর আলম সাবু (৫৩) - জয়পুরহাট আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
৭. মোঃ নূরে আলম লিটন হোসেন (৩৭) - মতিঝিল থানা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক
৭. আমিনুল হক মুরাদ (৪৫) - চকবাজার থানা ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

 ডিবি সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) রাতব্যাপী রাজধানীর ধানমন্ডি, ভাষানটেক, মগবাজার, ধোলাইপার, টিক্কাপাড়া, তেজকুনিপাড়া, বায়তুল মোকাররম ও চকবাজারসহ বিভিন্ন স্থানে একাধিক বিভাগীয় দল একযোগে অভিযান চালায়।

বিশেষ করে ডিবির সাইবার, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, গুলশান, লালবাগ ও রমনা বিভাগের টিমগুলো এসব অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে ধানমন্ডি এলাকা থেকে মোঃ এনামুল কবীর ইমন, ভাষানটেক থেকে এমদাদুল হক, মগবাজার থেকে মোশাররফ হোসেন, ধোলাইপার থেকে মিরাজ হোসেন, টিক্কাপাড়া থেকে বিপ্লব, তেজকুনিপাড়া থেকে শাহানুর আলম, পল্টন এলাকা থেকে লিটন হোসেন এবং চকবাজার এলাকা থেকে মুরাদকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন