সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ, উবায়দুল মোকতাদির বিচারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর বিচার এবং মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা অভিযোগ করেন, ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় যেসব প্রাণহানির ঘটনা ঘটে, তার পেছনে তৎকালীন সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর ‘প্রত্যক্ষ মদদ’ ছিল। বক্তারা দাবি করেন, ওই ঘটনায় ১৬ জন নিহত হন এবং এসব ‘হত্যাকাণ্ডের’ জন্য তাকে দায়ী করে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দাবি করেন তারা।

এ সময় হেফাজতের নেতারা বলেন, “আলেম-ওলামাদের শহর ব্রাহ্মণবাড়িয়ায় রক্তপাত ঘটানো হয়েছে। এখন সময় এসেছে ন্যায়বিচারের। ২০২৪ সালের গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাই—শাপলা চত্বরের ঘটনা ও ব্রাহ্মণবাড়িয়ার নির্যাতনের দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।”

তারা আরও বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উবায়দুল মোকতাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে বিচার কাজ শুরু করতে হবে এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি বুরহান উদ্দিন কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভুইয়া, যুব বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ কাসেমী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুফতি উবায়দুল্লাহ মাদানী, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন এবং জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ প্রমুখ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন