সর্বশেষ

সারাদেশ

উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা: তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়ছে

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের উত্তরাঞ্চলে আগামী দুই দিন তিস্তা, ধরলা ও দুধকুমারসহ একাধিক নদ–নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এতে রংপুর বিভাগের নদ–নদীসংলগ্ন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

রোববার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ভেতরে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে নদ–নদীগুলোর পানি বাড়ছে। একই সঙ্গে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দুই দিন আগেই বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি এখন দুর্বল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ, ওডিশা ও বিহার রাজ্যে অবস্থান করছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে করে সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সোমেশ্বরী, ভুগাই-কংস, করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা এবং ঘাঘট নদ–নদীর পানিও বাড়তে পারে।

কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “উজানে হঠাৎ ভারী বৃষ্টির কারণে নদ–নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুই দিনের মধ্যে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।”

বন্যার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের দিকনির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন