সর্বশেষ

সারাদেশ

পাবনা-৩ আসনে 'সার্কাস' চলছে, অভিযোগ হাসানুল ইসলাম রাজার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা অভিযোগ করেছেন, আসনটি নিয়ে "সার্কাস" চালাচ্ছেন একজন সম্ভাব্য প্রার্থী ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।

তিনি দাবি করেন, একবার ধানের শীষ প্রতীক তুলে দেওয়া, আবার পত্রিকায় গ্রীন সিগন্যাল পাওয়ার খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা—এসবই জনগণকে প্রতারণা করার কৌশল।

শনিবার সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি চারমাথা মোড়ে অনুষ্ঠিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রাজা।

তিনি বলেন, “পাবনা-৩ আসন নিয়ে খেলা চলছে। এই আসনের মাটি ও মানুষের অস্তিত্ব নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

রাজা অভিযোগ করেন, সুজানগর এলাকা থেকে একজন বহিরাগত প্রার্থীকে এনে তার নামে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার গুজব ছড়ানো হচ্ছে। অথচ এই প্রার্থী চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের জনগণের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।

“আমরা বহিরাগত কাউকে প্রার্থী হিসেবে চাই না। পাবনা-৩ এর মাটি ও মানুষের প্রতিনিধিত্ব করতে হবে একজন স্থানীয়কে,”—জোরালোভাবে বলেন রাজা।

কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি তুহিন আহমেদের প্রতি ইঙ্গিত করে রাজা বলেন, “তিনিই মনোনয়নের নাটক মঞ্চস্থ করেছেন। তার সহযোগীরা মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।” তিনি সকলকে ঘরে ঘরে আওয়াজ তোলার আহ্বান জানান—“বহিরাগত নয়, চাই স্থানীয় প্রার্থী”।

তিনি আরও বলেন, “আমি এমপি হলে, এমপি হবেন আপনারা। আমি যদি নির্বাচিত হই, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর—এই তিন উপজেলার অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করে সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করব।”

হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রবীণ নেতা আফসার আলী, সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস মোল্লা, মোবারক হোসেন, ইউনুস আলী ইনু এবং ছাত্রদল নেতা হাসিনুর রহমান প্রমুখ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন