হামাসকে নিরস্ত্র হতেই হবে: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছেন।
একইসঙ্গে, তিনি গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত বা ‘অসামরিক’ অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও তুলে ধরেছেন।
শনিবার রাতে স্থানীয় এক টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, “হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে। গাজা সামরিকীকরণ মুক্ত হবে। এটা হোক সহজ পথে কিংবা কঠিন পথে—আমরা এই লক্ষ্য অর্জন করবই।”
নেতানিয়াহু আরও আশাবাদ ব্যক্ত করেন, গাজায় হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের ‘কয়েক দিনের মধ্যেই’ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইহুদি ধর্মাবলম্বীদের বার্ষিক উৎসব সুক্কোত সোমবার থেকে শুরু হতে যাচ্ছে, যা চলবে এক সপ্তাহ। এই উৎসবের সময়ের মধ্যেই জিম্মিদের মুক্তির আশা করছেন তিনি।
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে একটি ২০ দফা পরিকল্পনা উপস্থাপন করেন। গত শুক্রবার হামাস ওই পরিকল্পনা আংশিকভাবে মেনে নিয়ে জানায়, তারা সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি আছে, তবে গাজার নিরস্ত্রীকরণ এবং সেখানে বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। এই ইস্যুগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করতে চায় বলেও জানায় তারা।
হামাসের এমন প্রতিক্রিয়ার পরেই নেতানিয়াহু তাঁর কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই দিন ট্রাম্পও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে দ্রুত সম্মতি না দিলে হামাসকে তার পরিণতি ভোগ করতে হবে।
এদিকে, ট্রাম্প হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তির প্রস্তাবকে ‘পজিটিভ অগ্রগতি’ বলে উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। তিনি ইসরায়েলকে গাজায় হামলা স্থগিত রাখার আহ্বান জানালেও সেখানে সহিংসতা এখনো অব্যাহত রয়েছে।
আগামীকাল সোমবার থেকে মিসরের কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের অংশগ্রহণে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনায় অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে মিসরে পাঠিয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে