সর্বশেষ

আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা, গাজায় ফের হামলা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান অগ্রাহ্য করে গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার দিনভর চালানো এই হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে গাজার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটিতে, যেখানে এককভাবে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। শহরটির তুফফাহ এলাকায় একটি আবাসিক ভবনে চালানো বিমান হামলায় ১৮ জন নিহত হন। আশপাশের আরও কয়েকটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘মানবিক নিরাপদ অঞ্চল’ দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকাও হামলা থেকে রেহাই পায়নি। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে দুই শিশু, আহত হয়েছেন আরও অন্তত আটজন। এই অঞ্চলটিও গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার হামলার শিকার হচ্ছে।

গাজার কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরসহ আরও বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গাজার কিছু হাসপাতাল এখনো খোলা থাকলেও জ্বালানি সংকটের কারণে তারা কার্যত অচল হয়ে পড়েছে। আহতদের চিকিৎসায় তীব্র সংকট দেখা দিয়েছে।

এর আগে শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দেন। তিনি জানান, ইসরায়েল একটি ‘প্রাথমিক প্রত্যাহার লাইন’-এ সম্মত হয়েছে এবং হামাসও তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার কয়েকটি মূল বিষয় মেনে নিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সব ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়। তবে হামাস এখনো নিরস্ত্রীকরণ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি।

এ পরিস্থিতিতে আগামী সোমবার মিশরের কায়রোয় ইসরায়েল, হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার অংশ নেবেন।

অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েলের এই অব্যাহত হামলা ‘নেতানিয়াহুর মিথ্যাচার’ প্রমাণ করে। তারা দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ, বিশেষ করে ইসলামি ও আরব দেশগুলোর সক্রিয় ভূমিকা কামনা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় তিনগুণ বেশি হতে পারে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন