পদ্মার ভাঙনের মুখে কোলদিয়াড়, জিও ব্যাগ প্রকল্প বিলীনের শঙ্কা

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৩:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং চলমান প্রায় ৫ কোটি টাকার জিও ব্যাগ প্রকল্প।
ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী শনিবার (৪ অক্টোবর) বিকেলে কোলদিয়াড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি কমতে শুরু করার পর থেকেই কোলদিয়াড় গ্রামের নিচ দিয়ে ভয়াবহ ভাঙন দেখা দেয়। বর্তমানে কোলদিয়াড় থেকে হাটখোলা পাড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত কোটি টাকার জিও ব্যাগ প্রকল্পও।
এলাকাবাসীর অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শুধু কোলদিয়াড় নয়, পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার রাইটা পাথরঘাটা থেকে শুরু করে দৌলতপুরের আল্লাহর দর্গা বাজার সংযোগ সড়ক, রাইটা-মহিষকুন্ডী বন্যা প্রতিরক্ষা বাঁধ এবং ভুরকা-বৈরাগীরচর সড়কসহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ও জনজীবন চরম হুমকিতে পড়বে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনুজ্জামান জানিয়েছেন, "পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুই এক দিনের মধ্যে এলাকা পরিদর্শন করা হবে। এরপর জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করা হবে।"
এদিকে, ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে। তারা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে পুরো অঞ্চলটি।
১৩১ বার পড়া হয়েছে