সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকায় ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের জানায়, শনিবার খুজেস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী একটি নেটওয়ার্কের সদস্যদের এই শাস্তি কার্যকর করা হয়।

অভিযুক্তরা ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে হত্যা এবং বোমা হামলার মতো সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগেও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বাহমান চৌবি আসল নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।

চলতি বছর জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর ইরান সরকার ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় একাধিক গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, ইরান সম্প্রতি একটি নতুন আইন পাস করেছে, যেখানে ইসরায়েলসহ ‘শত্রু’ দেশগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতাকে ‘পৃথিবীতে দুর্নীতির’ অপরাধ হিসেবে গণ্য করা হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

মানবাধিকার সংস্থাগুলো এ ধরনের দণ্ডের সমালোচনা করে বলছে, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চায়। নরওয়ে-ভিত্তিক সংস্থা আইএইচআরের তথ্যমতে, ২০২৩ সালের শুরুতেই ৫৫টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বলে দাবি করা হয়।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন