সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি প্রত্যাহার

আল-মামুন, খাগড়াছড়ি 
আল-মামুন, খাগড়াছড়ি 

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে চলমান "স্থগিত অবরোধ" কর্মসূচি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা।

শনিবার সকালে সংগঠনের নিজস্ব ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় সম্প্রতি সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। গত ১ অক্টোবর অনুষ্ঠিত ওই বৈঠকে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই ও ডিজিএফআই জেলা প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে ৮ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে ছিল ১৪৪ ধারা প্রত্যাহার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে এসব দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে, নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও জানানো হয়।

জরুরি বৈঠক শেষে জুম্ম ছাত্র জনতা জানায়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পূণ্যকর্ম সম্পন্ন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা এবং প্রশাসনের আশ্বাস বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা অবরোধ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

তবে সংগঠনটি হুঁশিয়ার করে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ৮ দফা দাবি বাস্তবায়িত না হলে তারা আরও কঠোর, ব্যাপক ও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন