বাড়তে পারে নদ-নদীর পানি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ৩:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীতে আগামী তিন দিন পানির স্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এতে অন্তত পাঁচটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত এক বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদী সতর্কসীমার কাছাকাছি অথবা সাময়িকভাবে তা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।
এ ছাড়া, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে এসব এলাকার নিচু অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
অন্যদিকে, করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানির স্তরও আগামী তিন দিনের মধ্যে দ্রুত বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নদ-নদীর পানি বাড়ার প্রবণতা থাকলেও এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে সংশ্লিষ্ট জেলা ও উপজেলাগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
১১২ বার পড়া হয়েছে