ডিসেম্বরে ভারত সফরে যাবেন লিওনেল মেসি

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হয়েছে, ডিসেম্বরেই ভারত সফরে যাবেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।
বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ সফরের কথা নিজেই জানান আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর তিনি প্রথমবারের মতো ভারত সফরের অংশ হিসেবে পা রাখবেন কলকাতায়। সেদিনই সল্টলেক স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে তিনি মঞ্চে উঠবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজের সঙ্গে।
পরদিন, ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাই। সেখানে ওয়ানখেড়ে স্টেডিয়ামে আয়োজিত আরেকটি জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। উপস্থিত থাকবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারা।
সফরের শেষ দিন, ১৫ ডিসেম্বর, মেসি যাবেন নয়াদিল্লি, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি ভারত ত্যাগ করবেন।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি, যেখানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন।
১২০ বার পড়া হয়েছে