সর্বশেষ

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা উপকূলে ‘মাদকবাহী নৌকায়’ মার্কিন হামলায় নিহত ৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে মাদক বহনের অভিযোগে একটি নৌকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এতে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই নৌকাটি আগুনে পুড়ে যায়।

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, নিহতরা ‘মাদক-সন্ত্রাসী’ ছিল এবং অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। হেগসেথ আরও জানান, এটি গত মাস থেকে পরিচালিত চতুর্থ বিমান হামলা। এর আগে ২, ১৫ ও ১৯ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে আরও ১৪ জন নিহত হয়।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব নৌকা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের উদ্দেশ্যে এগিয়ে আসছিল। যদিও এখন পর্যন্ত এমন দাবির পক্ষে কোনো নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এদিকে, আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞরা এই ধরনের হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, জাতিসংঘ সনদ অনুযায়ী মাদক পাচারকে ‘সশস্ত্র আক্রমণ’ হিসেবে চিহ্নিত করা যায় না, ফলে এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাংবিধানিক ক্ষমতার আওতায় থেকেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। প্রশাসন সম্প্রতি লাতিন আমেরিকার একাধিক মাদক কার্টেলকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

ভেনেজুয়েলা সরকার মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং উপকূলীয় এলাকায় সামরিক বাহিনী মোতায়েন করেছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক আইনের বিশেষজ্ঞদের মধ্যে এই পদক্ষেপ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন