শারজাহে রুদ্ধশ্বাস জয়, সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ২:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টানটান উত্তেজনার এক ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
শেষ ওভারে প্রয়োজনীয় দুই রান শরিফুল ইসলামের বাউন্ডারিতে তুলে নিয়ে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য পেরোতে গিয়ে বারবার হোঁচট খেলেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের দৃঢ়তায় কাঙ্ক্ষিত জয় পায় বাংলাদেশ।
শরিফুল-সোহানের হিরোইক ফিনিশ
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ২ রান। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ওভারের প্রথম বলেই লং অন দিয়ে চার মেরে ম্যাচ শেষ করেন বাঁহাতি ব্যাটার শরিফুল ইসলাম। ৬ বলে ১১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, উইকেটে থেকে দলকে জেতানো নুরুল হাসান সোহান করেন ২১ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
প্রথমে ব্যাট করে আফগানিস্তানের সংগ্রহ ১৪৭
টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪৭ রান। পাওয়ারপ্লেতে ধীরগতির সূচনা করলেও মাঝ ও শেষের দিকে গতি পায় রানরেট। ইবরাহিম জাদরান ৩৭ বলে ৩৮ এবং গুরবাজ ২২ বলে করেন ৩০ রান। শেষ দিকে নবী (২০*) ও ওমরজাইয়ের (১৯*) ছোট ক্যামিও ইনিংসে ভর করে আফগানরা যায় প্রায় ১৫০ রান পর্যন্ত। বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ২৫ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ। রিশাদ হোসেন শিকার করেন ২ উইকেট। শরিফুল ১৩ রানে নেন ১টি উইকেট এবং ডেথ ওভারে গুরবাজকে ফিরিয়ে ম্যাচে ফেরান টাইগারদের।
জবাবে বাংলাদেশের টালমাটাল সূচনা
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৬ রানের মাথায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন আউট হয়ে যান মাত্র ২ রান করে। তিন নম্বরে নামা সাইফ হাসান ভালো শুরু করেও ১৪ বলে ১৮ রান করে বিদায় নেন। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
তবে মাঝের ওভারে জাকের আলী (২৫ বলে ৩২) এবং শামীম হোসেন (২২ বলে ৩৩) গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। পরে নাসুম, সাইফউদ্দিন, রিশাদ হোসেন দ্রুত ফিরে গেলে ফের চাপে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্তে অবিচল থাকা সোহান এবং সাহসী শরিফুল ইসলামের ব্যাটে সহজেই পেরিয়ে যায় লক্ষ্যমাত্রা।
বোলিংয়ে উজ্জ্বল ওমরজাই, ব্যর্থ আফগানিস্তান
আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ উইকেট নিয়ে টাইগারদের রীতিমতো চাপে ফেলেছিলেন তিনি। রশিদ খান পান ২টি উইকেট, নূর আহমেদ ও মুজিব উর রহমান নেন ১টি করে উইকেট।
সিরিজে এগিয়ে বাংলাদেশ, ট্রফি নিশ্চিত
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি এখন শুধু আনুষ্ঠানিকতা, তবে টাইগাররা চাইবে হোয়াইটওয়াশ করে সিরিজের পরিসমাপ্তি ঘটাতে।
১০৫ বার পড়া হয়েছে