সর্বশেষ

সারাদেশ

ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে চাটমোহরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় ঈদগাহ মাঠের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ভাঙচুর চালানো হয়েছে একাধিক বসতবাড়িতে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটলংকা ও পাশ্ববর্তী বন্যাগাড়ি গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে বিরোধ চলছিল। দুই গ্রামই ওই ঈদগাহ মাঠ ব্যবহার করে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে। তবে সম্প্রতি আটলংকা গ্রামের বাসিন্দারা ঈদগাহ মাঠটির নাম শুধু ‘আটলংকা ঈদগাহ মাঠ’ করতে চাইলে বন্যাগাড়ি গ্রামের লোকজন এর বিরোধিতা করে। তাদের দাবি, মাঠটির নাম হওয়া উচিত “আটলংকা-বন্যাগাড়ি ঈদগাহ মাঠ”।

বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২টার দিকে মাঠে নামফলক লাগানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল ব্যবহার করে দুইপক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে আটজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন—আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রামাণিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেন। আরও কয়েকজনকে পাবনা সদর ও আটঘরিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি মনজুরুল আলম বলেন, “নামকরণ সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়ভাবে জানানো হয়, এই ঈদগাহ মাঠটি দুই গ্রামের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে ব্যবহার করে আসছে। কিন্তু চলতি বছরের ৫ আগস্ট থেকে আটলংকা গ্রামের কিছু লোক মাঠটিকে এককভাবে নিজেদের দাবি করে নামফলক বসানোর চেষ্টা করে, যা থেকেই উত্তেজনার সূত্রপাত।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন