ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন আটক

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৪:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন পেশাদার ডাকাতকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও অপহরণের মতো অপরাধে জড়িত।
আটককৃতরা হলেন—মিজানুর রহমান, হাফিজুর রহমান টুকু, ইমরান ব্যাপারী, ইলিয়াস কাজী ও মনির হোসেন। তারা মূলত ঝালকাঠি, বরিশাল, ফরিদপুর ও ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাওছার জানান, বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ডাকাতদের ব্যবহৃত প্রাইভেটকারসহ হাতুড়ি, চাকু ও লোহার রড জব্দ করা হয়।
এসআই কাওছার আরও বলেন, “জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”
ওসি মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে