সর্বশেষ

জাতীয়

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাকরিচ্যুতি ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ঘোষণার প্রতিবাদে ছয় দফা দাবি উত্থাপন করে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী রোববার, ৫ অক্টোবর থেকে তারা এই কর্মসূচি শুরু করবেন।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভুক্তভোগী কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষের ‘অন্যায় সিদ্ধান্তে’ চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৫,৫০০ কর্মকর্তা-কর্মচারী বর্তমানে মানবিক সংকটে পড়েছেন।

সংবাদ সম্মেলনে মো. হুমায়ুন সিকদার, এমদাদ হোসাইন ও মো. মোক্তার রসিদসহ একাধিক কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত প্রায় ৪০০ জন কর্মকর্তাকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও প্রায় ৫,০০০ জন কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে।”

তাদের দাবি, চাকরিচ্যুতি প্রত্যাহার, ওএসডি বাতিল, শর্তযুক্ত অ্যাসেসমেন্ট পরীক্ষা বন্ধ, 'পানিশমেন্ট ট্রান্সফার' স্থগিত, রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অতীত হামলার তদন্তসহ ছয়টি মূল দাবিকে কেন্দ্র করেই তারা এ কর্মসূচিতে যাচ্ছেন।

এক কর্মকর্তা বলেন, “অতীতে আমাদের ওপর হামলা চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি। ফলে কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কাজে যোগ দেবো না।”

চাকরিচ্যুত একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে কর্মসূচি পালন করলেও ব্যাংক কর্তৃপক্ষ কিংবা সরকার পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পরও যখন সমাধান হয়নি, তখন বাধ্য হয়েই লাগাতার কর্মবিরতির পথ বেছে নিতে হয়েছে।

তারা আরও বলেন, “আমাদের দাবি কোনোভাবেই অযৌক্তিক নয়। এটি শুধু চাকরি ফিরে পাওয়ার লড়াই নয়—এটি সম্মান, জীবিকার এবং কর্মপরিবেশের প্রশ্ন। আমাদের আন্দোলন দেশের প্রতিটি কর্মজীবী মানুষের অধিকার রক্ষার প্রতিফলন।”

সাংবাদিকদের উদ্দেশে বক্তারা বলেন, “আমাদের এই হাহাকার দেশের মানুষের কাছে পৌঁছে দিন। যেন বুঝতে পারেন—এটি শুধু আমাদের লড়াই নয়, এটি দেশের সব কর্মজীবীর ন্যায়ের জন্য সংগ্রাম।”

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন