সর্বশেষ

জাতীয়

মা ইলিশ রক্ষা অভিযান শুরু শুক্রবার রাত থেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মা ইলিশ রক্ষায় শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের বিশেষ অভিযান।

এই সময়কালে দেশের সব নদীতে ইলিশসহ যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অভিযান চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।

এ সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে টহল দেবে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টিম। প্রতিদিন নদীতে চলবে অভিযান, নিশ্চিত করা হবে নিষেধাজ্ঞার কার্যকারিতা।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানিয়েছেন, “মা ইলিশ সংরক্ষণের স্বার্থে এই ২২ দিনের নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মাছ ধরা বন্ধ রাখার জন্য জেলেদের সহযোগিতা প্রয়োজন। জেলে পরিবারগুলোকে সহায়তা হিসেবে এবার ৫ কেজি চাল বাড়িয়ে ৩০ কেজি করে দেওয়া হবে।”

তবে সরকারি সহায়তা যথাযথভাবে না পাওয়ার অভিযোগ করছেন অনেক জেলে। চাঁদপুরের হাইমচরের জেলে ছলেমান বলেন, “এই সময়টা আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। সংসার চালানো দায় হয়ে পড়ে। যে সহায়তা পাই, তা দিয়ে ঘর চলানো সম্ভব না। অনেক সময় সময়মতো চালও মেলে না।”

জেলা প্রশাসক জানান, শুধু চাল নয়, আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই খাদ্যের পাশাপাশি নগদ সহায়তাও চালু হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার এই ধরনের অভিযান চালায়। গবেষণায় দেখা গেছে, এই সময়টাতে ইলিশ ধরা বন্ধ রাখলে ইলিশের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন