ভেনেজুয়েলার কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, তীব্র নিন্দা কারাকাসের

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান শনাক্তের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো এ ঘটনাকে সরাসরি "মার্কিন সাম্রাজ্যবাদের হুমকি" হিসেবে বর্ণনা করেছেন।
ভেনেজুয়েলার সামরিক বাহিনী জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। যদিও এটি দেশটির আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘন করেনি, তবুও কারাকাসের দাবি, এ ধরনের সামরিক তৎপরতা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এবং বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।
প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো বলেন, “আমরা তাদের গতিবিধির ওপর নজর রাখছি। ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখানো যাবে না। যখন আমাদের জনগণ শান্তি, কাজ ও সুখ চায়, তখন যুক্তরাষ্ট্র সামরিক উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।”
সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম, একটি বেসামরিক এয়ারলাইনার এবং ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে এই বিমানগুলোর উপস্থিতি শনাক্ত করে।
ভেনেজুয়েলার প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “ক্যারিবীয় অঞ্চলের শান্তি বিঘ্নিত করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন।”
কারাকাস মনে করছে, এই ধরনের কর্মকাণ্ড স্পষ্টতই একটি সামরিক হয়রানি এবং দেশের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি।
১০৭ বার পড়া হয়েছে