সর্বশেষ

আন্তর্জাতিক

দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে চলছে সরকার শাটডাউন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৫:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো চলছে সরকারি শাটডাউন। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল বরাদ্দ নিয়ে সমঝোতা না হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

চলমান অচলাবস্থার ফলে জনসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে।

মূল বিরোধ দেখা দিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ওবামা কেয়ার’–এর ভর্তুকি নিয়ে। কংগ্রেসে একমত না হওয়ায় ২০২৫ অর্থবছরের (শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর) জন্য নতুন বাজেট পাশ হয়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, শিগগিরই হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন। যদিও জরুরি ও অপরিহার্য কিছু সংস্থা এবং পরিষেবা চালু রাখা হয়েছে, তবুও বহু কর্মসূচি ব্যাহত হচ্ছে।

সবচেয়ে বেশি শঙ্কা দেখা দিয়েছে WIC (Women, Infants and Children) কর্মসূচি নিয়ে, যা কম আয়ের নারী, শিশু ও নবজাতকদের খাদ্য সহায়তা দিয়ে থাকে। বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ এই সেবার উপর নির্ভরশীল। বাজেট বরাদ্দ না পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই কর্মসূচির অর্থ ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ভিত্তিতে রাজ্যগুলোকে ১৫০ মিলিয়ন ডলার দেওয়া হতে পারে। এছাড়া, শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর রিবেট এবং রাজ্যের নিজস্ব তহবিলও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

২০২৫ অর্থবছরে ডব্লিউআইসি কর্মসূচির জন্য ৭.৬ বিলিয়ন ডলার বরাদ্দ ছিল। চলতি বছরে সেনেট এই বাজেট বাড়িয়ে ৮.২ বিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছে।

অচলাবস্থার প্রভাব পড়েছে পর্যটন খাতেও। শরৎ মৌসুমে ভ্রমণচাপের মধ্যে বহু জনপ্রিয় ন্যাশনাল পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কিছু পার্কের ট্রেইল ও খোলা জায়গাগুলো খোলা রাখা হয়েছে, তবে সংবেদনশীল অঞ্চলে নিরাপত্তা ঘাটতির কারণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন (NPCA) জানিয়েছে, প্রতিদিনের শাটডাউনে শুধু পার্ক ফি বাবদ ক্ষতি হচ্ছে প্রায় ১০ লাখ ডলার। আর পার্ক ঘিরে থাকা স্থানীয় ব্যবসায়িক কমিউনিটিগুলোতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দিনে ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত।

চলমান অচলাবস্থা কত দিন চলবে, তা এখনো অনিশ্চিত। সমঝোতা না হলে আগামী সপ্তাহেও এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন