সুমুদ ফ্লোটিলা : ৪২টি নৌযানের ৪১টি জাহাজই আটক

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজার দিকে প্রতীকী মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ৪২টি নৌযান ‘সুমুদ ফ্লোটিলা’র ৪১টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী।
কেবল ‘মেরিনেট’ নামের একটি জাহাজ এখনও চলমান রয়েছে, যা মিশরের উপকূলের সমান্তরালে অবস্থান করছে বলে অনলাইনে ট্র্যাক করে জানা গেছে।
ফ্লোটিলার আয়োজক সংগঠন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এক লাইভস্ট্রিমে জানায়, মেরিনেট এখনও যাত্রা অব্যাহত রেখেছে, যদিও সেটিও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে “উসকানিমূলক পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়ে জানিয়েছে, আটক সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রায় ৫০০ যাত্রী—সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মী—বুধবার রাতে গাজার উপকূল থেকে প্রায় ৭৫ মাইল দূরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। তাদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও।
আটকের আগে একটি ভিডিও বার্তায় থানবার্গ বলেন, “আমার নাম গ্রেটা থানবার্গ। আমি ‘আলমা’ জাহাজে আছি। আমরা এখন ইসরায়েলের বাধার মুখে পড়তে যাচ্ছি।” পরবর্তীতে তাকে আশদোদ বন্দরে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজগুলো থামাতে ইসরায়েলি বাহিনী আকাশ থেকে স্টান গ্রেনেডও ব্যবহার করে।
২০০৯ সালে গাজার ওপর নৌ অবরোধ শুরুর পর এই প্রথম কোনো অনুমোদনহীন মানবিক মিশন গাজার এতটা কাছে পৌঁছাতে সক্ষম হলো।
১০৫ বার পড়া হয়েছে