সর্বশেষ

সারাদেশ

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের নৌকাদুর্ঘটনায় দুই শিশু নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কালিয়াকৈরে দুর্গাপূজার বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুটি নৌকার সংঘর্ষে এক শিশু ও এক কিশোর নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন তুরাগ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো— হিজলতলী গ্রামের প্রবাশ মনি দাসের পাঁচ বছরের মেয়ে অংকিতা মনি দাস এবং তাপস মনি দাসের ১৩ বছরের ছেলে তন্ময় মনি দাস। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া আরও একজন কিশোর দিগন্ত মনি দাস (১৪)-কে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রাকে করে প্রতিমা বিসর্জনের জন্য ভক্তরা চাপাইর ব্রিজ এলাকার তুরাগ নদীতে আসেন। এসময় নদীতে প্রতিমা বহনকারী নৌকাগুলো ঘুরতে থাকে। একপর্যায়ে ব্রিজের নিচে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নদীতে পড়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। টঙ্গী থেকে ডুবুরি দলকে ডাকা হয়েছে, বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ফতেখার হাসান রায়হান চৌধুরী।

নিখোঁজ অংকিতার বড় চাচা নিখিল মনি দাস বলেন, “নদীতে পড়ে যাওয়া দিগন্তকে উদ্ধার করা গেলেও অংকিতা ও তন্ময় এখনো নিখোঁজ।”
তন্ময়ের বাবা তাপস মনি দাস জানান, “ঘটনার সময় আমরা নৌকায় ছিলাম। চোখের সামনেই দুটি নৌকার ধাক্কা লাগে এবং তিনজন পানিতে পড়ে যায়। দিগন্তকে জীবিত উদ্ধার করা গেলেও আমার ছেলে তন্ময় ও অংকিতা এখনও নিখোঁজ।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন