সর্বশেষ

সারাদেশ

লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মাতামুহুরী নদীতে গোসলে নেমে মো. সোহান (২৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মিনঝিরি এলাকার 'হোয়াইট পিক স্টেশন' রিসোর্টের পাশ দিয়ে প্রবাহিত নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সোহানের বাড়ি ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকায়। তিনি বন্ধু মো. শাকিলের সঙ্গে সকালেই রিসোর্টে উঠেছিলেন।

প্রত্যক্ষদর্শী শাকিল জানান, দুপুরে গোসল করতে নদীতে নামেন তাঁরা দুজন। এ সময় হঠাৎ সোহান পানির প্রবল স্রোতে ভেসে যেতে থাকেন। তিনি নিজে কোনোরকমে তীরে উঠতে পারলেও সোহান নিখোঁজ হন।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, সোহান ও শাকিল কোনো পূর্ব বুকিং ছাড়াই সকালে রিসোর্টে এসে ওঠেন। দুপুরে ঘোরাঘুরির পর নদীতে গোসল করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তবে দুই ঘণ্টার চেষ্টাতেও নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।

লামা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “আমরা সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ডুবুরি দল আসার পর অভিযান আরও জোরদার করা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন