সর্বশেষ

আন্তর্জাতিক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলারের একটি বাদে সব জাহাজ আটক 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজার উদ্দেশ্যে যাত্রারত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বেশিরভাগ নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এই আন্তর্জাতিক ত্রাণবহরটি গাজার অবরোধ ভেঙে ত্রাণ সহায়তা পৌঁছানোর লক্ষ্যে যাত্রা শুরু করেছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা “সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের এবং বৈধ নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।” কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটক যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন এবং তাঁদের আশদোদ বন্দরে নেওয়ার পর ইউরোপে ফেরত পাঠানো হবে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, বহরের বাকি একটি নৌযান যদি অবরোধ ভাঙার চেষ্টা করে, সেটিকেও একইভাবে আটক করা হবে।

ফ্লোটিলা ট্র্যাকারের তথ্যমতে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে প্রায় ৪৪টি বেসামরিক নৌযান রয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশসহ অন্তত ৫০০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা। বহরে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

ইসরায়েলি বাহিনী গতকাল রাত থেকে অভিযান শুরু করে, গাজা উপত্যকা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে অধিকাংশ নৌযান আটক করা হয়। প্রথম দফার জাহাজগুলোকে আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে আশদোদ বন্দরে পৌঁছানো হতে পারে, যা গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ, যার লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজায় সমুদ্রপথে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন