সর্বশেষ

সারাদেশ

টেকনাফে মানবপাচাররোধে যৌথ অভিযান: নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি যৌথ অভিযানিক দল।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচিপাড়া এলাকার একটি গহিন জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানে গোপনে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে আটকে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন