সর্বশেষ

সারাদেশ

ফেনীতে বাস উল্টে ৩ জন নিহত, আহত অন্তত ১০

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—দাগনভূঞার দক্ষিণ জায়ালস্কর গ্রামের মো. আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০) এবং খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০)। নিহত অপর যুবকের (প্রায় ৩০) পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করছিল। পথিমধ্যে সিলোনিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন