সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর পশ্চিম ধীরাশ্রম এলাকায় একটি বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী সোবহানের পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সোবহন কক্সবাজার থেকে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে তিনি বাড়ির কলাপসিবল গেট খোলা রেখেই খাবারের টেবিলে বসেন। গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়ে।

ডাকাতরা প্রথমে সোবহানকে রড দিয়ে আঘাত করে ও হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা আলমারির তালা ভেঙে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে বাইরে থেকে ঘরের দরজায় তালা দিয়ে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।

প্রতিবেশী সরোয়ার হোসেন জানান, “ডাকাতরা চলে যাওয়ার পর ভেতর থেকে চিৎকার শুনে আমরা এগিয়ে যাই এবং ঘটনাস্থলের অবস্থা দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।”

এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “রাতেই খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

ডাকাতির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নজরদারির আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন