সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় তার বাসায় এ ঘটনা ঘটে।

চোরেরা তার বাড়ির প্রধান গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৯ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামাল মিলিয়ে প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় বলে জানান সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরতে গিয়েছিলেন তারা। বাড়িতে ফেরার পর রাত সাড়ে ১২টার দিকে দেখতে পান, বাসার সব তালা ভাঙা এবং জিনিসপত্র তছনছ অবস্থায় রয়েছে।

চুরির খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগেই সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আরেকটি বাড়িতে ঘটে আরেক চাঞ্চল্যকর চুরি। পিপি চন্দ্র জুয়েলার্সের মালিক গৌতম চন্দ্রের বাড়ি থেকে ৬৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকাসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল চুরি হয়।

টানা দুটি বড় ধরনের চুরির ঘটনায় সাতক্ষীরাবাসীর মাঝে নিরাপত্তাহীনতা বাড়ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর তদন্ত চলছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন