সর্বশেষ

জাতীয়

বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পর্দা নামছে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার মহাউৎসবের।

সকালে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এরপর হয় দর্পণ বিসর্জন ও মূল প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। দিনভর বিভিন্ন স্থানে স্থানীয় সময় অনুযায়ী শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে।

হিন্দু ধর্মমতে, বিজয়া দশমীতে দেবী দুর্গা কৈলাসে ফিরে যান—দোলায় চড়ে। এটি প্রতীক হয়ে দাঁড়ায় মায়ের মর্ত্য ছেড়ে স্বর্গলোকে ফিরে যাওয়ার।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমী শুধুমাত্র উৎসবের সমাপ্তি নয়, এটি এক গভীর আত্মিক বার্তা বহন করে। এই দিনে মানুষ তাদের অন্তরের কাম, ক্রোধ, লালসা, হিংসা প্রভৃতি অশুভ প্রবৃত্তিগুলো বিসর্জন দিয়ে সত্য, সুন্দর ও শান্তির পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে।

দেবীর বিদায়ের আগে এক বিশেষ রীতিতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা—সিঁদুর খেলা। মণ্ডপে একে অপরের সিঁথিতে সিঁদুর লাগিয়ে ও দেবীর চরণে সিঁদুর অর্পণ করে তারা স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। সিঁদুর খেলার পর শেষবারের মতো দেবীর আরাধনা ও প্রণাম জানান নারীরা।

প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন পূজা উদযাপন কমিটি।
 

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন