সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের পাল্টা চালে ইসরায়েলের দুইজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত।

গ্রেফতারকৃতরা হলেন হলন শহরের বাসিন্দা ২৬ বছর বয়সী মাওর ক্রিঙ্গল এবং তাল আমরাম। তাদের বিরুদ্ধে ইরানি গোয়েন্দাদের নির্দেশে ইসরায়েলের সামরিক ও জনসমাগমস্থল কেন্দ্রিক তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ওই দুই ব্যক্তি ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করছিলেন এবং তাদের হয়ে দেশটির বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তুলে পাঠাতেন।

বিবৃতিতে আরও বলা হয়, মাওর ক্রিঙ্গল চলতি বছরের শুরু থেকেই ইরানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন এবং অন্যদেরও এই কাজে সম্পৃক্ত করার চেষ্টা করেছিলেন। তাকে গত আগস্ট মাসে নিরাপত্তা-সংক্রান্ত অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এটি ইরানের পরিচালিত একটি বৃহত্তর অনলাইন নেটওয়ার্কের অংশ, যারা ইসরায়েলের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির জন্য স্থানীয় নাগরিকদের নিয়োগ দিয়ে আসছে।
 

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন