দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি, সাত জেলায় বন্যার আশঙ্কা

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৬:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি চট্টগ্রামসহ সাতটি জেলায় বন্যার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন জানান, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে রূপ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বেড়ে চলেছে, যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকায় বুধবার ভোর ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী চার দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে নগরবাসীকে জলাবদ্ধতা বিষয়ে সতর্ক থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে