সর্বশেষ

সাহিত্য

বন্ধু

মনিরুস সালেহীন
মনিরুস সালেহীন

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পথের সাথী অনেকই হয়, বন্ধু হাতে গোনা
মনের মিলে বন্ধু মিলে যায় না তাকে কেনা।

গাছের বন্ধু পাখপাখালি আকাশ-শোভা চাঁদ
বন্ধু আমার মনের সেতু, দেয় বাড়িয়ে কাঁধ।


বৃক্ষে জন্মে পক্ষিশাবক ওড়ে আকাশ জুড়ে
দিনের শেষে সেই পাখিটা গাছের কাছেই ফিরে।


বন্ধু ছেড়ে ঠিক তেমনি যাই কখনো দূরে
ক্লান্ত হলে বন্ধু আমায় টানে বাহুডোরে।


সুখের পায়রা বন্ধু তো নয়, হয়তো চাটুকার
কঠিন সময় সামনে এলে ধারবে নাকো ধার।


তেমন বন্ধু ম্যালাই জোটে সুসময়ে হায়
প্রয়োজনের সময় নাকি বন্ধু চেনা যায়।


বন্ধু আমার নেই বেশি তো হয়েছে তাতে কী
এই যে ক'জন আছে তাদের বক্ষে বেঁধেছি।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন