সর্বশেষ

সারাদেশ

রংপুরে অ্যানথ্রাক্স : পীরগাছার পর মিঠাপুকুর ও কাউনিয়ায় রোগী শনাক্ত

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের পীরগাছা উপজেলার পর এবার মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায়ও অ্যানথ্রাক্স উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলার পীরগাছায় আটজনের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে আরও আটজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। পীরগাছায় ইতোমধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন, যদিও তাদের মৃত্যুর কারণ সরাসরি অ্যানথ্রাক্স নয়—তবে উভয়ের দেহে জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।

জেলা প্রাণিসম্পদ দফতরের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পীরগাছা উপজেলার চারটি ইউনিয়নে অন্তত অর্ধশত ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন এবং শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। সংক্রমণের উৎস হিসেবে অসুস্থ পশুর মাংস খাওয়াকে দায়ী করা হচ্ছে।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, এ পর্যন্ত ৫০ জন রোগীর তথ্য তাদের হাতে রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ জন কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন এবং বাকি ২০ জন বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করেছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদ বলেন, রোগ প্রতিরোধে ইতোমধ্যে পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর এবং রংপুর সদর উপজেলায় এক লাখ ৬৫ হাজার গবাদি পশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, অ্যানথ্রাক্স মূলত গবাদি পশুর রক্ত, লালা, শ্লেষ্মা কিংবা মাংসের সংস্পর্শে এলে মানবদেহে ছড়াতে পারে। তবে এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না। সংক্রমণের মূল লক্ষণ হলো চামড়ায় ঘা বা ক্ষতের সৃষ্টি।

সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, "রংপুরে অতীতে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব তেমন দেখা যায়নি। এবার গরুর পাশাপাশি ছাগলের মাংসেও জীবাণু শনাক্ত হওয়ায় মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।" তিনি অসুস্থ গবাদিপশু জবাই না করার এবং এমন পশুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক মজুদ রয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা দিতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন