হালুয়াঘাটে গারো কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ৩:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার শহর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামলেও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নবম শ্রেণির ওই শিক্ষার্থী সোমবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গিয়েছিল। বিকেলে বন্ধুটি তাকে বাড়ি পৌঁছে দিতে একটি অটোরিকশায় তুলে দেয়। কিন্তু চালক পূজামণ্ডপ দেখানোর কথা বলে কিশোরীকে ঘুরাতে শুরু করে এবং একপর্যায়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনার খবর পেয়ে রাতেই হালুয়াঘাট থানা পুলিশ অভিযুক্ত চালক আবুল বাশারের বাড়িতে অভিযান চালায়। তবে তাকে পাওয়া না গেলেও তার ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, “ভিকটিমের পরিবারের সঙ্গে আলোচনা চলছে। অভিযোগ পেলে রাতেই মামলা রেকর্ড করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এ ঘটনায় স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত ও বিচার দাবিতে তারা দ্রুত পদক্ষেপ চাচ্ছেন।
১০৬ বার পড়া হয়েছে