সর্বশেষ

জাতীয়

আজ মহানবমী: বিদায়ের সুরে শেষ মুহূর্তের পূজা-অর্চনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ চতুর্থ দিনে পদার্পণ করেছে।

আজ পালিত হচ্ছে মহানবমী, যা দেবী দুর্গার মর্ত্যে অবস্থানের শেষ দিন। আগামীকাল বিজয়া দশমীতে স্বর্গলোকে কৈলাশে ফিরে যাবেন মহিষাসুরমর্দিনী।

পুরোহিত ও পূজারীদের মতে, নবমী তিথিতে দেবী দুর্গার উদ্দেশে সম্পন্ন হচ্ছে বিশেষ পূজা ও হোমযজ্ঞ। যদিও নবমীতে আলাদা কোনো পূজার পর্ব নেই, তবুও দিনের শুরুতেই হয় দেবীর মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা।

বিশেষ গুরুত্ব রয়েছে নবমীর সন্ধ্যায় অনুষ্ঠিত মহাআরতিতে, যেখানে ভক্তরা একত্রে দেবীর চরণে প্রার্থনা নিবেদন করেন। পূজার মূল আকর্ষণ হিসেবে ১০৮টি নীলপদ্ম ও বেলপাতা দিয়ে পূজা করা হয় দেবী দুর্গার। সেইসঙ্গে যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া হয় দেবীর চরণে।

নবমী তিথির সূচনা হয় সন্ধিপূজা দিয়ে, যা অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট ধরে পালিত হয়। এই সময়েই দেবী চামুন্ডার পূজা করা হয় বিশেষভাবে। ১০৮টি মাটির প্রদীপ ও পদ্মফুল উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশে। পূজার মন্ত্র ও আয়োজনেও এই সন্ধিক্ষণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

মহানবরাত্রি হিসেবে বিবেচিত এই রাতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই রাতেই দেবী দুর্গার বিশেষ আরাধনা করলে সব বাধা দূর হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। তবে পূজার শেষ দিন হওয়ায় এই রাতেই শুরু হয় বিদায়ের সুর। তাই অনেক ভক্তই এই রাতটিকে ধরে রাখতে চায় হৃদয়ে, অনুরণিত হয় সেই চিরচেনা প্রার্থনা— "ওরে নবমী-নিশি, না হইও রে অবসান"।

আগামীকাল ২ অক্টোবর বৃহস্পতিবার, পালিত হবে বিজয়া দশমী। এদিন দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। দেবীর বিদায়ের মধ্য দিয়ে শুরু হবে অপেক্ষার পালা আগামী বছরের পূজার জন্য।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন