সর্বশেষ

জাতীয়

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছেন ঘরের বাইরে বের হওয়া মানুষ।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে শনিবার (১ অক্টোবর) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এর সঙ্গে বজ্রপাতও লক্ষ্য করা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, নিউমার্কেট, পল্টন, কাকরাইল, রামপুরা, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের সড়কগুলোতে পানি জমে আছে। ফলে রিকশা, বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। কোথাও কোথাও সিএনজির ইঞ্জিন পানিতে বন্ধ হয়ে পড়তেও দেখা গেছে।

সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও ভোর থেকে বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনভোগান্তি আরও বাড়িয়ে দেয়।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) এক সতর্কবার্তায় জানায়, দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে পারে।

বিডব্লিউওটির ভাষ্য অনুযায়ী, এটি চলতি বছরের ১৩তম এবং প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যা দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে অধিক সক্রিয় থাকবে।

বিভাগভিত্তিক সক্রিয়তার বিবরণে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে বৃষ্টিবলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে। ঢাকা বিভাগে এটি বেশ সক্রিয় থাকবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে এর সক্রিয়তা মাঝারি থাকবে।

আবহাওয়া বিশ্লেষণে আরও বলা হয়, বৃষ্টিবলয়টি দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। এর মধ্যে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়কে সর্বোচ্চ সক্রিয় সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন