সর্বশেষ

খেলা

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ, উদ্বোধনী ম্যাচে ভারত-শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ (৩০ সেপ্টেম্বর)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক এই আসর।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আয়োজক দুই দেশ—ভারত ও শ্রীলঙ্কা।

৮ দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট চলবে এক মাসব্যাপী। ২ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সব মিলিয়ে মোট ম্যাচ হবে ৩১টি। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে, সেখান থেকে নির্ধারিত হবে শিরোপা লড়াইয়ের দুই প্রতিপক্ষ।

বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে ২ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচেই অনেকটা নির্ধারিত হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশনের ভবিষ্যৎ।

এবারের আসরে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আইসিসি। পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন শুধুমাত্র নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। সংখ্যায় যারা ১৮ জন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের সাথিরা জাকের জেসি। একইভাবে ধারাভাষ্য প্যানেলেও নারীদের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নারীদের ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস বলছে, এখনো পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। ১২ আসরের মধ্যে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। চারবার শিরোপা জিতেছে ইংল্যান্ড এবং একবার নিউজিল্যান্ড।

সব মিলিয়ে নারী ক্রিকেটের এই বিশ্বযুদ্ধে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে চরমে—এমনটাই প্রত্যাশা দর্শকদের।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন