সর্বশেষ

জাতীয়

দুর্গাপূজাকে কেন্দ্র করে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা, গ্রেফতার ১৯ : আইজিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে চলতি বছরের সেপ্টেম্বর মাসজুড়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে মোট ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, “গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে যে ৪৯টি ঘটনা ঘটেছে, তার কোনোটিই বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি ঘটনা শান্তিপূর্ণভাবে সমাধান করেছে।”

তিনি আরও জানান, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রতিটি ঘটনার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ১৫টি মামলা রুজু হয়েছে এবং এসব মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলোর ধরন সম্পর্কে জানতে চাইলে আইজিপি জানান, কয়েকটি ঘটনায় পূজার প্যান্ডেলে পানি ছিটানো, প্রতিমা হেলে পড়া বা ভেঙে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া, এমনকি এক ব্যক্তি জামায়াতকর্মী পরিচয় দিয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধ করার নির্দেশ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, জামায়াতকর্মী পরিচয়ে গান বন্ধ করতে চাওয়ার ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পূজামণ্ডপ ও এর আশপাশে নজরদারি অব্যাহত রয়েছে এবং যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন