সর্বশেষ

সারাদেশ

আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতায় বান্দরবানের মংহ্লা'র সাফল্য

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের আয়োজনে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা ২০২৫।

দেশব্যাপী আয়োজিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতায় বান্দরবান জেলা থেকে অংশ নেয় ১১ সদস্যের একটি জিমন্যাস্টিকস্ দল। উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন মংহ্লা সৈ মারমা, যিনি শিক্ষানবিশ (১০-১২ বছর) বালক বিভাগে ফ্লোর ইভেন্টে যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন। এই অর্জনের মাধ্যমে তিনি বান্দরবান জেলার জন্য সম্মান বয়ে এনেছেন।

বান্দরবান দলের কোচ সাংখেঅং খুমী (কিতং) এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের দলের এই অর্জন সত্যিই গর্বের। ফেডারেশনকে ধন্যবাদ জানাই এমন একটি জাতীয় আয়োজনের জন্য, যা প্রান্তিক ও পাহাড়ি এলাকার খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আরও অনেক প্রতিভাবান জিমন্যাস্ট উঠে আসবে।

বান্দরবান জিমন্যাস্টিকস্ পরিবারের পক্ষ থেকেও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। তাদের মতে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে।

২৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন