সর্বশেষ

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু, ভর্তি ৭৩৫ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী প্রাণ হারিয়েছেন। একই সময়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫১ জনে।

বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক রোগী ভর্তি পরিস্থিতি:

 

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৩৫ জন রোগীর মধ্যে আছেন—
ঢাকা বিভাগ: ১৫৬ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১২১ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৯৫ জন
বরিশাল বিভাগ: ১১৬ জন
চট্টগ্রাম বিভাগ: ৯৮ জন
রাজশাহী বিভাগ: ৫৭ জন
খুলনা বিভাগ: ৩৯ জন
ময়মনসিংহ বিভাগ: ৩৫ জন
রংপুর বিভাগ: ১৪ জন
সিলেট বিভাগ: ৪ জন
মৃত্যুর স্থানভিত্তিক হিসাব:

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন—

একজন বরিশাল বিভাগের,
একজন ঢাকা বিভাগের এবং

একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

 

সুস্থতার পরিসংখ্যান:
একই সময়ে ৫৫৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪৪ হাজার ১৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

গত দুই বছরের তুলনা:
২০২৪ সালে দেশে মোট আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
২০২৩ সালে রেকর্ডসংখ্যক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন