আদালতের আদেশে তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দ

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থপাচার এবং দুর্নীতির অভিযোগে তার সঙ্গে সংশ্লিষ্ট ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়।
আদালতে দাখিলকৃত আবেদনে জানানো হয়, তৌফিকা করিম তার প্রভাবশালী পদ ব্যবহার করে জামিন প্রদান, নিয়োগ, বদলি প্রভৃতি বিষয়ে অবৈধ হস্তক্ষেপ এবং তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। ওই অর্থ দিয়ে তিনি দেশে ও বিদেশে সম্পদ অর্জন করেছেন এবং অর্থ পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন।
দুদকের তদন্তে উঠে আসে, এই ১১৪টি ব্যাংক হিসাবে মোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা হয়েছে এবং উত্তোলন হয়েছে ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা।
তদন্তকারী সংস্থা সন্দেহ প্রকাশ করে যে, এসব অর্থের উৎস অবৈধ এবং তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধের অন্তর্ভুক্ত। এসব অর্থ যাতে অন্য কোথাও স্থানান্তর বা লোপাট না হয়, সে জন্য আদালতের কাছে হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।
১২২ বার পড়া হয়েছে