সর্বশেষ

জাতীয়

ঢামেকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও কারাবন্দি নেত্রকোনার ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, আবু তাহের নেত্রকোনার আটপাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। চলতি বছরের ৩১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তার কয়েদি নম্বর ছিল ৮৩৫৩/এ।

উল্লেখ্য, ২০১৪ সালের ১২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা জেলা পুলিশ ওবায়দুল হককে গ্রেপ্তার করে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন