সর্বশেষ

আন্তর্জাতিক

টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামে প্রাণহানি, নিখোঁজ ১২ জেলে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাইফুন বুয়ালোইয়ের আঘাতে ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও জলোচ্ছ্বাসের ফলে বহু উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়টির প্রভাবে এখন পর্যন্ত একজনের মৃত্যু ও ১২ জেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার সকালে ভিয়েতনামের এন হে আন প্রদেশ দিয়ে স্থলে উঠে আসে টাইফুন বুয়ালোই। দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঝড়টি স্থলভাগে প্রবেশ করে। এ সময় ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১১৭ কিলোমিটার, যা পরে কমে ৮৮ কিলোমিটারে নেমে আসে।

ঝড়ের আগমনের আগে উপকূল বরাবর কয়েক ঘণ্টা ধরে প্রবল বেগে অগ্রসর হয় বুয়ালোই, যার ফলে উপকূলে সর্বোচ্চ আট মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। এতে ভিয়েতনামের হিউ শহরে একজন পানিতে ডুবে মারা যান এবং কোয়াং ট্রি প্রদেশে চারটি মাছ ধরার নৌকা ডুবে ১২ জন জেলে নিখোঁজ হন।

ঝড় ও ভারি বৃষ্টিপাতের কারণে অনেক সড়কে পানি জমে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সরকার উপকূলীয় অঞ্চল থেকে ২৮ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে।

বুয়ালোইয়ের প্রভাবে শনিবার থেকে ভিয়েতনামের বিস্তীর্ণ অঞ্চলে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে চারটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহু ফ্লাইট বাতিল বা দেরিতে চালানো হচ্ছে।

আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, রোববার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত কিছু এলাকায় ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে, ফলে ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে টাইফুন বুয়ালোই ফিলিপিন্সে আঘাত হেনে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটায়। দক্ষিণ চীন সাগর ঘেঁষা দীর্ঘ উপকূলরেখার কারণে ভিয়েতনাম প্রায়ই শক্তিশালী টাইফুনের মুখে পড়ে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন