সর্বশেষ

আইন-আদালত

আড়ংয়ের কাগজের ব্যাগ বিক্রির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আড়ং কর্তৃপক্ষকে তাদের কাগজের শপিং ব্যাগের জন্য গ্রাহকদের থেকে মূল্য নেওয়া বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এই নোটিশ প্রদান করেন।

নোটিশে তিনি জানান, তিনি একজন নিয়মিত আড়ং গ্রাহক এবং দীর্ঘদিন ধরে আড়ংয়ের কাগজের ব্যাগ ফ্রি পেয়ে আসছেন। কিন্তু সম্প্রতি মগবাজার শাখায় কেনাকাটা করার সময় তিনি জানতে পারেন, সেপ্টেম্বর ২০২৫ থেকে আড়ং কাগজের ব্যাগ বিনামূল্যে না দিয়ে বিক্রি শুরু করেছে। সেই সঙ্গে একটি লিফলেট বিতরণ করা হচ্ছে, যেখানে ব্যাগের বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

তবে নোটিশে নিশাত ফারজানা বলেন,
“পরিবেশ রক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আড়ংয়ের পণ্য বিক্রয়ের লাভ থেকে এই কার্যক্রম করা উচিত ছিল। নিম্নমানের কাগজের ব্যাগ বিক্রি করে গ্রাহকদের থেকে মূল্য নেওয়া এক ধরনের জোরপূর্বক আদায় এবং অসাধু ব্যবসায়িক মনোভাবের পরিচয়।”

নোটিশে আরও উল্লেখ করা হয়,
আড়ং দেশের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হলেও তাদের কাগজের ব্যাগের মান অত্যন্ত খারাপ। ব্যাগগুলো রিসাইকেল পেপার থেকে তৈরি, যা দ্রুত ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ফলে এই মানের ব্যাগের জন্য মূল্য নেওয়া অযৌক্তিক এবং গ্রাহকদের জন্য হতাশাজনক।

তারা আরো বলেন,
“যদি ব্যাগের আধুনিক ও সৃজনশীল নকশা থাকত, তাহলে দাম নেওয়াটা গ্রহণযোগ্য হতো। কিন্তু আড়ং ব্র্যান্ডের লোগো থাকা সত্ত্বেও ব্যাগে কোনো সৃজনশীলতা নেই এবং গ্রাহকদের বাধ্য করে দাম নেওয়া হচ্ছে, যা অনৈতিক।”

এছাড়া, নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আড়ং সম্প্রতি Reusable Fabric Bags নামে নতুন ব্যাগ বাজারে এনেছে, যা অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় এবং ছোট সাইজের হওয়ায় একাধিক পণ্যের জন্য একাধিক ব্যাগ কেনার প্রয়োজন হয়। এটি সাধারণ মানুষের জন্য চাপ সৃষ্টি করছে।

গ্রাহকরা এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আউটলেটে অসন্তোষ প্রকাশ করছেন।

নোটিশে আরও বলা হয়েছে,
“আড়ং আমাদের পছন্দের প্রতিষ্ঠান হলেও এই শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়া উচিত নয়। এটি টেকসই নয় এবং কোনো সৃজনশীলতার ছাপও নেই। পরিবেশ সচেতনতা নয়, এটি এক ধরনের অস্বচ্ছতা ও প্রতারণা।”

নোটিশে উল্লেখ আছে,
১০ দিনের মধ্যে যদি আড়ং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ না করে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করা হবে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন