সর্বশেষ

জাতীয়

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর লালবাগে আওয়ামী লীগ দলটির সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ভবন থেকে মোট ছয়টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল রোববার বিকেলে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত বিষয়গুলো জানানো হবে।

সূত্র জানায়, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষে থেকে ওই ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী, গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো রয়েছে।

গত বছরের ৫ আগস্ট, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর হাজী সেলিম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম কারাগারে ছিলেন। অপর ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

১৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন