সর্বশেষ

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে নিহত বেড়ে ৩৯, হাসপাতালে ৫১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তামিলনাড়ুর সালেম জেলায় থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে মর্মান্তিক পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯-এ। নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। আহত অন্তত ৫১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এই জনসমাবেশের আয়োজন করেছিল বিজয়ের নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বিজয় মঞ্চে ওঠেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এর মধ্যেই প্রায় ২৭ হাজার মানুষ ভিড় জমায়, যদিও আয়োজকদের অনুমতি ছিল মাত্র ১০ হাজার মানুষের জন্য।

তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকা জনতার জন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। চরম ক্লান্তি ও অতিরিক্ত গরমে কয়েকজন হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয় হুড়োহুড়ি। এতে বহু মানুষ মাটিতে পড়ে যান এবং পদদলিত হয়ে মারা যান।

তামিলনাড়ুর পুলিশ প্রধান জি. ভেঙ্কটরামন জানান, ঘটনাস্থলে নিরাপত্তায় মোতায়েন ছিল মাত্র ৫০০ পুলিশ সদস্য। বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার মতো উপযুক্ত অবকাঠামো ছিল না।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানান, নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১৭ জন নারী এবং ৯ শিশু। নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ঘটনা তদন্তে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

দুর্ঘটনার জন্য থালাপতি বিজয়ের দল টিভিকে-র অব্যবস্থাপনাকে দায়ী করে শাসক দল ডিএমকে বিজয়কে গ্রেফতারের দাবি তুলেছে।

অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, "আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয় বেদনায় আছি। প্রাণ হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।"

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন