খাগড়াছড়ি জাতীয় যুবশক্তি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় যুবশক্তি (এনসিপি) খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা শহরের মহাজনপাড়ার একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক জুনেল চাকমা এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনি। তিনি বলেন,
“এ দেশে আর কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। বৈষম্যহীন সমাজ গঠনে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জাতীয় যুবশক্তি কাজ করে যাবে।”
তিনি আরও বলেন,
“দেশকে দুর্নীতি ও লুটপাটের হাত থেকে রক্ষায় আমাদের সংগঠনকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হবে।”
পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন,
মো. আবু নাঈম – সিনিয়র যুগ্ম সদস্য সচিব
মো. ইসমাইল হোসেন সুমন – মুখ্য সংগঠক
লিসি ত্রিপুরা – সিনিয়র সংগঠক
এবং জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় জাতীয় যুবশক্তির ঘোষিত ৭ দফা ইশতেহার তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ, যুব নেতৃত্ব গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন,
“যুব সমাজই দেশের ভবিষ্যৎ। কাজেই সমাজ থেকে অপশক্তি, সন্ত্রাস ও দুর্নীতি দূর করতে হলে তাদেরই সামনে এগিয়ে আসতে হবে।”
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কেন্দ্র থেকে ৩৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে আহ্বায়ক হিসেবে জুনেল চাকমা, সদস্য সচিব হিসেবে জাহিদা আক্তার এবং মুখ্য সংগঠক হিসেবে মো. ইসমাইল হোসেন সুমন মনোনীত হন। কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
১২৪ বার পড়া হয়েছে